দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন তহবিল থেকে দলীত সম্প্রদায় ও প্রতিবন্ধি শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে নিরাপদ দুরত্ব বজায় রেখে ১৮জন প্রতিবন্ধি শিশু ও ২০জন দলিত সম্প্রদায়ে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ উপকারভোগী অভিভাবকগন উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ৩টি এতিম খানায় ১১লক্ষ ৫০ হাজার, ৮জন তৃতীয় লিঙ্গের সদস্যদের ১৬ হাজার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী ১২জন শিক্ষার্থীদের ৪৮ হাজার, বিভিন্ন সম্প্রদায়ের ৯৪জন এতিম শিক্ষর্থাদের প্রত্যেককে ১২ হাজার টাকা ও বিভিন্ন এলাকার ৪০জন ভিক্ষুকদের খাদ্য সহায়তা সহ প্রায় ২৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। করোনা ইস্যুতে বর্তমান প্রেক্ষাপটে সরকারী নানাবিধ সহায়তা অব্যাহত থাকবে।