দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সেনাবাহিনীর ষ্টিকারযুক্ত একটি প্রাইভেটকার চালকসহ আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার ঝানজাইল বাজার চেকপোষ্ট থেকে আটক করা হয়। আটককৃত চালক মোঃ মোফাজ্জাল হোসেন, উপজেলা কাকৈরগড়া ইউনিয়নের হাফেজ মোঃ আব্দুল বারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সেনাবাহিনীর জরুরি খাদ্য টেন্ডারের কাজে নিয়োজিত ষ্টিকার লাগিয়ে ওই প্রাইভেটকারটি ঘাটাইল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে স্থানীয় কাঁচাবাজার ব্যবসায়ীদের নিয়ে যাতায়াত করতো। করোনা ভাইরাসের কারণে ক্যান্টনমেন্ট লকডাউন থাকায় ভেতরে যাতায়াত যাওয়া বন্ধ হয়ে যায়। পরবর্তিতে ওই প্রাইভেটকারের চালক সেনাবাহিনীর স্টিকার ব্যবহার করেই সাধারণ যাত্রী পরিবহন করে আসছিল। বুধবার রাতে ঢাকার গাজীপুর থেকে একটি পরিবারের কয়েকজন সদস্য নিয়ে দুর্গাপুরে আসার পথে ঝানজাইল বাজারে পুলিশের চেকপোষ্টে চালককে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হলে পুলিশ গাড়ি সহ চালককে আটক করে যাত্রীদের স্থানীয় কাউন্সিলরের প্রত্যয়নপত্র থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। বৃহস্পতিবার সকালে ওই প্রাইভেটকারে সেনাবাহিনীর স্টিকার ব্যবহার ও মিথ্যা তথ্য দেয়ার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ওই চালককে ১০ হাজার টাকা অর্থদÐ করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, গাড়ীতে সেনাবাহিনীর স্টিকার যুক্ত গাড়ীটি সাধারণ যাত্রী পরিবহন করায় আমাদের সন্দেহ হয়। পরে চালকসহ আটক করে থানা নিয়ে আসলে জিজ্ঞাসাবাদ শেষে স্বীকার করেছে চালক নিজেই গাড়িটির (ঢাকা মেট্রো-খ-১২-৯১৭২) মালিক।