দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধ‚কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত সোমবার রাতে কোন এক সময়ে এ হত্যার ঘটনা ঘটায়। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী আঃ মজিত পলাতক রয়েছে।
স্থানীয় স‚ত্রে জানাগেছে, উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শাহপুর গ্রামের গৃহবধ‚ খাজিদা আক্তারকে তাঁর স্বামী প্রায় সময় মারধর করতো। মারধরের বিষয়টি মুঠোফোনে পিতাকে জানালে এতে ক্ষিপ্ত হয়ে আরো বেশি মারধর শুরু করেন পাশন্ড স্বামী। গত সোমবার দিবাগত রাতে স্ত্রীকে বেদম মারপিট শুরু করে স্বামী আঃ মজিত। মারধোরের এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে। ওই রাতেই দক্ষিনমুখি বসত ঘরের পিঁছনে মেরা গাছের নিছে লাশটিকে ফেলে রেখে রাতেই বাড়িতে থেকে পালিয়ে যান স্বামী। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। নিহতের বড় ভাই বাদী হয়ে বুধবার দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।
ওসি মোঃ মিজানুর রহমান প্রতিনিধিকে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দ্রæত আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।