দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো), দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে দেশের এই ক্রান্তিলগ্নে গৃহবন্ধি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুর্গাপুর সদর ইউনিয়নের বিভিন্ন আদিবাসী গ্রামে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আসাফো এর উপজেলা আহবায়ক ও উপজেলা ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, যুগ্ন আহবায়ক কবি দুনিয়া মামুন, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কবি দুনিয়া মামুন বলেন, করোনা ভাইরাস সম্পর্কে জন-সচেতনতা বৃদ্ধি সহ মানবতার সেবায় এই দুঃসময়ে উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর পক্ষ থেকে আদিবাসী শ্রমিকদের সামান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নি¤œ আয়ের পরিবার গুলো যেন ঘরের বাহির না হয়েও যাতে খাদ্য চাহিদা মেটাতে পারে সেইদিক লক্ষ্য রেখে দেশের এই ক্রান্তিলগ্নে আদিবাসীদের সহায়তায় এগিয়ে আসতে সরকারের পাশাপাশি এলাকার বিত্তশালীদের আহবান জানাই।