দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুর্গাপুর লকডাউন থাকায় দুর্গাপুর সদর ইউনিয়নের খেটে খাওয়া মানুষ গুলো গৃহবন্ধি হয়ে পড়ে। এমন হতদরিদ্র ও কর্মহীন মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো নাফিসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. হারুন অর রশীদ। মঙ্গলবার দুপুরে নলুয়াপাড়া সরকারী প্রাথ: বিদ্যালয় মাঠে ওই এলাকার প্রায় ২৫০জন কর্মহীন নারী-পুরুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নাফিসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. হারুন অর রশীদ এর পক্ষে নাফিজা গ্রæপের পরিচালক মো. মতিউর রহমান জানান, দেশের এই দুঃসময়ে মানবতার সেবা করতে আমাদের কোম্পানীর উদ্দ্যেগে সামান্য খাদ্য সামগ্রী নিয়ে গৃহবন্ধি মানুষের পাশে দাড়িয়েছি। এটা কোন সাহায্য নয়, করোনা ভাইরাস সম্পর্কে জন-সচেতনতা বৃদ্ধি করতে সরকারী নির্দেশনা গুলো মেনে, নিরাপদ দুরত্ব বজায় রেখে অবস্থান করানো সহ মাক্স বিতরনের পাশাপাশি সকলকে সচেতন করছি।
এ সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. শাহীনুর আলম সাজু, অব: সেনা সদস্য এসএম ইউসুফ সরকার, ডা: মো. জাহাঙ্গীর আলম, মোছা: হাওয়া বেগম, শিক্ষার্থী মিত্থেলা, স্কুল সভাপতি মো. আসাদ আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।