প্রিয়াঙ্কা আফরিন মৌ, দুর্গাপুর (নেত্রকোনা) থেকে : নেত্রকোনার দুর্গাপুরে করোনা সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার সকালে আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে জেলা প্রশাসকের মাধ্যমে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, গতকাল গলা ব্যথা, শ্বাস কস্ট ও জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন দুর্গাপুর পৌর সদরের স্থায়ী বাসিন্দা (৭২)। এরই মধ্যে কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হলে বুধবার সকালে করোনা সন্দেহে ওই বৃদ্ধের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। অন্যদিকে ঢাকা ফেরত যুবকের শরীরে (জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা) অনুভূত হচ্ছে বিধায় মঙ্গলবার ঢাকা থেকে বাড়ীতে আসে ওই যুবক। খবর পেয়ে করোনা সন্দেহে ওই যুবকের শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হয়। আক্রান্ত সন্দেহে দুজনের নমুনা সংগ্রহ করে নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রির্পোট এর জন্য পাঠানো হয়। এদিকে আক্রান্ত সন্দেহদের বাড়িতে গ্রাম পুলিশ প্রহরার মাধ্যমে সকলকে হোম কোয়ারাইন্টে রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক যুগান্তর কে জানান, উভয় ব্যক্তির শরীরেই করোনা উপসর্গ থাকতে পারে এমন সন্দেহে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না।