দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সুসং আশ্রায়ন ও দক্ষিণপাড়া আশ্রায়ন প্রকল্পে অবস্থানরত অতিদরিদ্র ও ঘরবন্ধি মানুষের ঘরে ৫শত প্যাকের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী আলাল উদ্দিন আলাল। মঙ্গলবার সকালে তার ব্যক্তিগত উদ্দ্যেগে আশ্রায়ন প্রকল্পে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।
ওই দিন সকালে সরেজমিনে গিয়ে দেখো গেছে, স্থানীয় আনসার, পুলিশ বাহিনীর সদস্য ও সেচ্ছাসেবকদের সহায়তা নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে ঘরে অবস্থানের আহবান জানিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট (১০কেজি চাউল, ১কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি তেল, ১টি সাবার ও ১কেজি লবন) আবাসনের ঘরে ঘরে পৌছে দেন। এ সময় অন্যদের মধ্যে স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম আরিফ, আওয়ামীলীগ ও অঙ্গ নেতৃবৃন্দ, প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী আলাল আলাল বলেন, পৌর শহরের ৯টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ৫শ করে প্রায় ৫হাজার পেকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। উপস্থিত লোকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল, নিজের সুরক্ষা নিশ্চিত করণ এবং সরকারি বিধিনিষেধ গুলো মেনে সরকারী কাজে সহায়তা করতে সকলকে আহবান জানান। সেই সাথে দেশে এই ক্রান্তিলগ্নে সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানান।