দিগন্ত নিউজ ডেক্স : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আতঙ্ক তৈরি হয়েছে দেশেও। অন্যান্য দেশের মতো বিভিন্ন এলাকা লকডাউন করা হতে পারে বলে জানিয়েছে সরকার। এমন অবস্থায় নিত্যপণ্য কেনায় হিড়িক পড়েছে। এজন্য দামও বেড়ে গিয়েছে হঠাৎ করে। তবে করোনাভাইরাসের কারণে খাদ্য সংকট হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনায় আতঙ্কিত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।