দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরে ইতালি ফেরত একজনকে করোনা ভাইরাস রয়েছে এমন সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে‘র আবাসিক মেডিক্যাল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সেঙ্গ ইতালি ফেরত প্রবাসীকে বাড়ির একটি আলাদা কক্ষে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ এ.এস.এম তানজিরুল ইসলাম রায়হান শনিবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সার্বক্ষণিক উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই ব্যক্তির সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন। ইতালি থেকে ফেরত আসা প্রবাসী হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি বর্তমানে ভালো আছেন। তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক সরবারহ, আইসোলেশন কর্ণার খোলা সহ করোনা সংক্রামক রোগীর চিকিৎসা দিতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।