দিগন্ত ডেক্স নিউজ : করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা জানার জন্য শরীয়তপুরে ১৬২ জন প্রবাসীকে স্বেচ্ছায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার অর্থাৎ বাড়িতে একা একা বসবাস করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।শুক্রবার (১৩ মার্চ) শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আবদুর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা রোগী শনাক্তকরণের লক্ষ্যে বিদেশফেরত ১৬২ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হবে। এসব প্রবাসীদের মধ্যে মরিশাস, কাতার, কুয়েত, জর্দান, ওমান, মালদ্বীপ, দ. আফ্রিকা, বাহরাইন, ফ্রান্স, ইতালী, সৌদি আরব, ব্রনাই, মালয়েশিয়া, দুবাই, গ্রীস, ও সিঙ্গাপুর ফেরত যাত্রী রয়েছে বলে জানান এই মেডিকেল অফিসার।
করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসার প্রস্তুতি হিসেবে শরীয়তপুরের বিভিন্ন সরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে আইসোলেশন রুম প্রস্তুতসহ র্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে।