দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু ধর্ম্মালম্বীদের উৎসব দোলযাত্রা। সোমবার সকাল থেকে প্রতিটি বাড়িতেই পুজা ও আবির মাখানোর মাধ্যমে পালিত হয় এ উৎসব।
সরেজমিনে গিয়ে দেখাগেছে, দশভূজা মন্দির, কালী মন্দির সহ বেশ কয়েকটি মন্দিরে আবির মেখে মহা ধুমধামে শিশু কিশোর সহ সকলেই মেতে উঠে আনন্দে। এ নিয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক এ্যাড. মানেশ চন্দ্র সাহা বলেন, দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিঁথিতে এই দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সাথে আবির খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি শুরু হয়।