দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে ১মাসের ব্যবধানে পরপর বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ ১১জন নিহত হওয়ায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে স্পীড ব্রেকার নির্মান কাজ শুরু হয়েছে।
এ নিয়ে শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্যামগঞ্জ থেকে বিরিশিরি ৪০কি.মি রাস্তার গুরুত্বপুর্ন এলাকা গুলোতে প্রায় ২৫টি স্পীড ব্রেকার নির্মান কাজ শুরু করেছে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগ। গত ২৯ ফেরুয়ারী শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪জন শিক্ষার্থী ঘটনা স্থলেই মারা গেলে অত্র এলাকার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক ও সুশিল সমাজের জনগন নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় নেমে আসে। প্রায় ৩দিন সড়ক অবরোধ থাকায় স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম ও পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের ১০দফা দাবী মেনে নেয়ার আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেয়। অন্যান্য দাবীর মধ্যে রাস্তায় স্পীড ব্রেকার নির্মানও ১টি দাবী।
ছাত্রনেতা মোরশেদ আলম জানান, দুর্গাপুর শ্যামগঞ্জ সড়কে অনেক গাড়ি চলাচল করার কারণে প্রায়ই দুঘর্টনা ঘটতেছে। রাস্তার পাশে^ই বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সব সময়ই আমাদের আতঙ্কে থাকতে হয়। রাস্তায় স্পীড ব্রেকার নির্মান আমাদের একটা দাবী ছিলো। ইতোমধ্যে তা নির্মান কাজ শুরু হয়েছে। পর্যটন খ্যাত লীলাভুমি প্রিয় দুর্গাপুরকে সাজাতে এবং নিরাপদ সড়কে দাবীতে সকলকেই একযোগে কাজ করার আহবান জানান।