দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ পালনের কর্মসুচী অনুযায়ী মহা উচ্ছেদ পরিকল্পনা বিষয়ে অবহিত করণ সভা ও অবৈধ দখল বিরোধী র্যালি করেছে। নানা আয়োজনে এ কর্মসুচী পালিত হয়।
এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা চত্তর থেকে এক শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অবৈধ দখল বিরোধী বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ-হোজরা, সমবায় কর্মকর্তা উৎপল সরকার, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, সাবেক প্রেসক্লাব সভাপতি মি. মাইকেল প্রদীপ বাউল প্রমুখ।
বক্তারা বলেন, মুজিববর্ষ কে সামনে রেখে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসুচী হাতে নেয়া হয়েছে। এর মধ্যে সারা দেশেই মহা উচ্ছেদ পরিকল্পনা বিষয়ে অবহিত করণ সহ সরকারি সম্পদ থেকে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করার যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে সকল সহযোগিতা করতে আহবান জানান।