দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মধুয়াকোনা এ.ইউ আলিম মাদরাসার দুই দাখিল পরীক্ষার্থীকে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় মারধরের অভিযোগ উঠেছে দ্বীনি আলিম মাদ্রাসার তিন পরীক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার দুপুরে দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসার গেইটের সামনে এ মারপিটের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঐ কেন্দ্রে মধূয়াকোনা এ.ইউ আলিম মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করে। মারপিটের শিকার মধূয়াকোনা মাদ্রাসা’র পরীক্ষার্থী মোশারফ হোসেন (১৬), ইসরাফিল মিয়া (১৬) সাংবাদিকদের জানান, পরীক্ষা কেন্দ্রে আমার পিছনের সিটে থাকা দ্বীনি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী নুরউল্লাহ, ইমরান ও নুরু আমার খাতা দেখে লেখার জন্য সুযোগ দিতে বলেন। আমি খাতা দেখাতে রাজী না হওয়ায় দ্বিতীয় পরীক্ষার দিনে আবার বিরক্ত শুরু করলে কর্তব্যরত শিক্ষককে বিষয়টি অবহিত করলে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। এই সুবাদে বুধবার কৃষি ব্যবহারিক পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হতে থাকলে আমাকে পিছন থেকে এলোপাতারি মারতে শুরু করে তারা। এ সময় অন্য পরীক্ষার্থীরা ঘটনাস্থলে আসলে ওরা পালিয়ে যায়। এ বিষয়টি ধামাচাপা দিতে দ্বীনি আলিম মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুর রহমান নাটকীয় ভূমিকার জন্ম দেন। তিনি তার প্রতিষ্ঠানের অভিযুক্ত ৩ শিক্ষার্থীর বিচার করতে পারবেন না বলে জানিয়ে দেন।
মধুয়াকোনা এ.ইউ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আজিজুল ইসলাম জানান, আমার দুই দাখিল পরীক্ষার্থীকে মারধর করেছে বিষয়টি শুনে আমি কষ্ট পেয়েছি। এ ঘটনার সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন’র নিকট জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। আমি দুটি প্রতিষ্ঠানের প্রধানদের বলেছি বিষয়টি জরুরী ভাবে মিমাংসার জন্যে।
এ বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি ইউএনও ফারজানা খানম’র নিকট জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে অফিসিয়ালী আমায় কেউ জানায়নি। তবে দুই প্রতিষ্ঠান বিষয়টি মিমাংসার প্রস্তুতি নিচ্ছেন বলে শুনেছি।