দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা মহিলালীগের এক কর্মী সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তহুরা বেগম মনি এর সঞ্চালনায় মহিলা আওয়ামীলীগের সভাপতি বানী তালুকদার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সহ:সভাপতি সহ:সভাপতি উসমান গনি তালুকদার, মো. আলী আসগর, শ. ম জয়নাল আবেদীন, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ। সমাবেশে পৌরসভা সহ উপজেলার ৭টি ইউনিয়ন থেকে মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এখন গণ মানুষের দল। সাধারণ মানুষ থেকে শুরু করে মাঠ পর্যায়ের মানুষ এর সুফল পাচ্ছে বিধায় পাড়া মহল্লাতে মহিলা আওয়ামীলীগ গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। নতুন প্রজন্মের কাছে এর সুফল তুলে ধরতে মহিলা কর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানান।