Logo
নোটিশ ::
Wellcome to our website...

খাওয়ার শেষে যে কাজগুলো ভুলেও করবেন না

রিপোর্টারের নাম / ২৫৩ বার
আপডেট সময় :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

দিগন্ত নিউজ ডেক্স : সঠিক নিয়ম মেনে সঠিক খাবার খেলে যেমন স্বাস্থ্যের উন্নতি হয়, তেমনই নিয়ম না মেনে ভুলভাল খাদ্যাভ্যাস স্বাস্থ্যের অবনতি ঘটায়। খাওয়ার পরে আমাদের অনেকেরই ঘুম পায়। খেয়ে উঠেই শুয়ে পড়লে ওজন তো বাড়বেই হজমের সমস্যাও দেখা দেবে। তাই খেয়ে উঠে অন্তত এক ঘণ্টা পরে বিছানায় যান।

ভরা পেটে ফল খাওয়া একেবারেই উচিত নয়। খালি পেটে ফল খেলে তবেই তার খাদ্যগুণ আমাদের শরীরে শোষিত হয়। তাই খাওয়ার বেশ কিছুটা সময় পরে ফল খাওয়া উচিত।

খাওয়ার পর অনেকেই কোমরের বেল্ট একটু হালকা করে নেন। এটিও খারাপ অভ্যেস। কখনোই পেট এতটা ভর্তি করে খাওয়া উচিত নয়, যাতে কোমরের বেল্ট হালকা করতে হয়।

খাবার পরেই অনেকে ধূমপান করেন। ভরা পেটে ধূমপান করলে তা শরীরের বেশি ক্ষতি করে। ভরা পেটে ধূমপান করলে ইনটেসটাইন ক্ষতিগ্রস্ত হয়।

জল খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু খেয়ে উঠেই জলপান করবেন না। খাবার খেয়েই জল খেলে তা হজমে সহায়ক গ্যাসট্রিক রসকে হালকা করে দেয়। ফলে খাবার ঠিকমতো হজম হতে চায় না। এর ফলে গ্যাস-অম্বলের সমস্যা দেখা দিতে পারে। খেয়ে উঠেই চা বা কফি খাওয়া ঠিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com