দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কৃতি সন্তান রেমন্ড আরেং কে সংবর্ধনা দিয়েছে দুর্গাপুরের সর্বস্থরের জনসাধারণ।
রোববার বিকেলে উপজেলার ঝানজাইল বাজারে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সঙ্গঠনের নেতাকর্মীসহ অত্র এলাকার সাধারণ জনসাধারণ। পরে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে সংবর্ধনার মাধ্যমে দুর্গাপুরে নিয়ে আসে।
শোভাযাত্রা শেষে পৌর শহরের ওয়াই এম সি এ চত্বরে নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নেৱ দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন ফয়সাল, উপজেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেব আলী, উপজেলা যুবলীগ নেতা গোলাম ফাহমী ভূঞাঁ শিপার, পৌর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পিন্টু মীর সহ অন্যান্য নেতৃবৃন্দ।