দুগার্পুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী, আরিফ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সমাজসেবক মোঃ আলা উদ্দিন আলাল পৌরসভায় অবস্থিত গরীব, দুঃখি ও ছিন্নমুল শীতার্ত প্রায় ছয়শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আরিফ এন্টার প্রাইজের মিলনায়তনে স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে এ কম্বল বিতরণ করেন। এ সময় আওয়ামীলীগ নেতা মোঃ আজহারুল হক, মোঃ শামছুল হক, দুর্গাপুর প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ, স্থানীয় ঠিকাদার বিপ্লব কৃষ্ণ রায় উপস্থিত ছিলেন।
সমাজসেবক আলাল বলেন, সারা দেশের হাড় কাঁপানো শীতে যার যা সামর্থ আছে তা নিয়েই ছিন্নমুল মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমি একজন সাধারণ মানুষ হিসেবে পৌরবাসীর সকল বিপদ-আপদে সাধ্যমত সহায়তা করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময়ই পৌরবাসীর পাশে থেকে সেবা করতে পারি।