দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বড় বাজার এলাকায় তালুকদার মার্কেটের দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট এর মাধ্যমে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে । বৃহস্পতিবার দুপুরে এ আগুন লাগে।
বড় বাজার এলাকার দোকানিরা জানান, দুপুরের দিকে হঠাৎ তালুকদার মার্কেটের দ্বিতীয় তলার একটি গুদাম ঘর থেকে ধোঁয়া বের হতে থাকে, আগুনের ধোঁয়া মার্কেটের চারদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । দ্বিতীয় তলার পুড়ে যাওয়া গুদাম ঘরটি ওই মার্কেটের ইলেকট্রনিক্স ব্যবসায়ী জীবন চক্তবর্ওীর ।
দুর্গাপুর ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করি এবং আনুমানিক ৩লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।