দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে বিয়ের প্রলোভনে এক গৃহবধু কে ধর্ষিতের খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে কাকৈরগড়া ইউনিয়নের কেট্রা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, ওই ইউনিয়নের নগুয়া গ্রামের আব্দুল আজিতের মেয়ে (৩৫) প্রায় ১৭ বছর পুর্বে কেট্রা গ্রামের জালাল মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই গ্রামের মোঃ সাইফুর রহমান ওরফে সাইফুল (৪০) এর কু-দৃষ্টি পড়ে ওই গৃহবধুর উপর। দীর্ঘদিন পর নানা ভাবে গৃহবধুর সাথে সম্পর্ক গড়ে তোলে সাইফুল। ইতোমধ্যে গৃহবধুর স্বামী জালাল মিয়া বিষয়টি বুঝতে পেরে তাঁদেও ৩ সন্তান রেখে তাঁর স্ত্রীর সাথে প্রায় ৩বছর পুর্বে বিবাহ বিচ্ছেদ ঘটায়। বিবাহ বিচ্ছেদের সুযোগটি সম্পুর্ন কাজে লাগায় সাইফুল। শুরু থেকেই বিয়ের প্রলোভনে শারীরীক সম্পর্ক গড়ে তোলে ওই গৃহবধুর সাথে। এ বিষয়ে এলাকাবাসী বারংবার বাঁধা দিলে শুক্রবার রাত ১১টার দিকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্ধ করে দুজনকে। এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ সাইফুল কে আদালতে শনিবার আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ নিয়ে তদন্তকারী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে কেট্রা গ্রামের এক বাড়ী থেকে দুজনকে আটক করে থানায় নিয়া আসি। পরবর্তিতে গৃহবধুর অভিযোগে ভিত্তিতে সাইফুলকে আদালতে প্রেরণ করে গৃহবধুকে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নেই। এ ব্যপারে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং- ০৯।