মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৯ পঠিত
oplus_0

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা, দেশ ও জাতীর কল্যানে দোয়া সহ এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌরশহরের দ্বীনি আলিম মাদরাসা মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আল্লাহর আইন চাই, সৎ লোাকের শাসন চাই, শোষন মুক্ত সমাজ চাই এই প্রতিপাদ্যে জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আমীর মাও: আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, নেত্রকোনা ১ আসনের জামায়াতে ইসলামী থেকে সম্ভাব্যপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হাশেম। অন্যদের মাঝে আলোচনা করেন, হাফেজ মাও: ইব্রাহীম, মুফতি এনায়েত উল্লাহ্, মাও: নুরে আলম, মুফতি হুমাউন কবীর, মো. কুতুব উদ্দীন, মামুনুর রশীদ, জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান হাওলাদার প্রমুখ।

দেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামী শাসন কায়েম না করলে দেশ কে সামনে এগিয়ে নেয়া যাবে। কেউ কাউকে মানছে না, ধর্ষন, লুটপাট সহ নানাবিধ আপত্তিজনক কাজ চলমান রয়েছে। আমরা নেত্রকোনা ১ আসনের সর্বস্তরের মানুষের কাছে আহবান রাখতে চাই, আসুন আমরা দেশে ইসলামী শাসন কায়েমের লক্ষ্যে কাজ করি। আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয় এবং স্থানীয় বিভিন্ন সেক্টরের প্রধানদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিহ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com