মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। রোববার (১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। প্রতিযোগিতাটি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম দিনেই ৩৮ জন প্রতিযোগী অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিযোগিতার সভাপতির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব মাওলানা উসমান গণী ও মুফতি শফিকুল ইসলাম। বিচারকের দায়িত্বে রয়েছেন হাফেজ আহসান উল্লাহ, হাফেজ মতিউর রহমান ও হাফেজ এনায়েতুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করছেন মুফতি মাসউদুর রহমান ও মুফতি মামুনুর রশিদ।

এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। কলমাকান্দায় এমন আয়োজন প্রশংসিত হচ্ছে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com