মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১০ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

বেতন ভাতা প্রাপ্তির দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৭৫ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেতন ভাতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (১১ মার্চ) বেলা বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে চিকিৎসক,নার্স স্বাস্থ্যকর্মী সহ হাসপাতালে সকল পর্যায়ে কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার দাউদ শরীফ, নার্স ইনচার্জ সাইনী চেকসী ¤্রং, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি আকিকুর রহমান তালুকদার সহ অনেকেই।

এ সময় তারা জানান, গত বছরের ৫ ডিসেম্বর পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদলির পর থেকে নতুন কোন কর্মকর্তা এখন পর্যন্ত যোগদান না করায় তিন মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাসপাতালে সকল কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো নতুন কর্মকর্তা যোগদান করেনি। ফলে চলমান রোজা ও আসন্ন ঈদকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে সবার। ঈদের আগেই আয়না ব্যয়ন কর্মকর্তা নিয়োগ এবং বেতন ভাতা চালু করার দাবি জানান তারা। এ

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা তানজিরুল ইসলাম রায়হান বলেন, নতুন স্বাস্থ্য কর্মকর্তা যোগদান না করায় তিনমাস ধরে বেতন ভাতা বন্ধ রয়েছে। আমি ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে অফিসিয়াল অন্যান্য কাজ করতে পারলেও আর্থিক বিষয়ের ক্ষমতা নেই। একজন পুর্নাঙ্গ স্বাস্থ্য কর্মকর্তা দ্রুত নিয়োগের মাধ্যমে ঈদের আগেই সবার বেতন ভাতা পাওয়ার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৩০ জনের বেতন ভাতা বন্ধ রয়েছে। মানববন্ধন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com