কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা নিরিবিলি সীমান্ত রেস্টুরেন্ট চত্ত্বরে, প্রয়াত কবি হেলাল হাফিজ স্মরণে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলমাকান্দার একটি সামাজিক সংগঠন ‘‘কলমি ফুল’’ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়, কবি মোঃ জাহাঙ্গীর আলম রিপন এর সভাপতিত্বে, কবি দুনিয়া মামুন ও কবি একেএম শাহজাহান কাবীর এর সঞ্চালনায়, আলোচনা করেন লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাইদুর রহমান পাঠান ও হাজী রফিকুল ইসলাম বাদশা। পরবর্তিতে কবি হেলাল হাফিজের কাব্যময় জীবন ও কবিতা নিয়ে আলোচনা ও কবিতা পাঠ করেন কবি এনামুল হক পলাশ, কবি তানভীর জাহান চৌধুরী, কবি লোকান্ত শাওন, কবি অনিন্দ্য জসীম, কবি জীবন চক্রবর্ত্তী, কবি বকুল মাস্টার, কবি শাহান শাহ, কবি বিদ্যুৎ সরকার, কবি সজিম সাইন, কবি বিপ্লব সাহা, কবি হেমেন্দ্র তালুকদার, কবি দেবব্রত দাস, কবি দশরথ চন্দ্র হাজং, কবি জনপদ চৌধুরী, কবি মোহাম্মদ ইউসুফ, কবি কাজল তালুকদার, কবি ফেরদৌসী সিনা প্রমুখ।
বক্তারা বলেন, কবি হেলাল হাফিজ নেত্রকোণার গর্ব, তার কবিতা মন্ত্রমুগ্ধের মতো মানুষ গ্রহণ করেছে। কবিতার লাইন নিয়ে অসংখ্যবার দেয়ালিকা হয়েছে। প্রেম ও দ্রোহের এই কবির প্রতি শ্রদ্ধা রেখে নেত্রকোণা, কলমাকান্দা এবং দুগার্পুরের লেখক, কবি ও সংস্কৃতিজন কবির জীবন ও কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে সমাজ ও বাস্তবতার চিত্র তুলে ধরেন। একজন হেলাল হাফিজ কিভাবে সর্বজনে পরিণত হয় তা নিয়ে বিদগ্ধ আলোচনা করা হয়। হেলাল হাফিজ বেঁচে থাকবেন তার লিখায় ও কবিতায়। তার এই লিখা গুলো নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে সকলকে আহবান জানানো হয়।
Leave a Reply