দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দক্ষিণ ও মধ্য বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে, শিশুদের মেধা বিকাশে ‘‘শিশু সাংবাদিকতা বিষয়ক’’ এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বারোমারি কম্প্যাশন মিলনায়তনে, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহায়তায় প্রশিক্ষণ উদ্বোধন করেন, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিশু সমন্বয়ারি আলো মৃ, সমাজ উন্নয়নকর্মী সবিজ দালবৎ, নয়ন রাংসা প্রমুখ।
শিক্ষার্থী স্মৃতি হাজং বলেন, প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের কম্প্যাশন কে, আমাদের মেধা বিকশিত করার লক্ষ্যে এ ধরনের একটি প্রশিক্ষণ দেয়ার জন্য। শিশু সাংবাদিকতা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পেরে আমাদের ভালো লাগছে। সমাজ থেকে অসঙ্গতি দুরীকরণে এ প্রশিক্ষাণ আমাদের কাজে আসবে।
প্রশিক্ষক তোবারক হোসেন খোকন বলেন, শিশু সাংবাদিকতা বিষয়ের প্রশিক্ষণে মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন কৌশল, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ প্রেরণ, সাক্ষাৎকার গ্রহন, ভিডিও প্রতিবেদন তৈরি সহ বিভিন্ন বিষয়ের উপর স্কুল ও কলেজের ২০জন শিক্ষার্থীকে হাতে কলমে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জীবনমান উন্নয়ন নিয়ে, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে। শিশুদের মেধাবিকাশে, শিশু অধিকার, শিশু সাংবাদিকতা, মানবাধিকার, স্পোকেন ইংলিশ, নীতিনৈতিকতা, নেতৃত্ব দান বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলার চেস্টা করছি। আমি মনে করি এ ধরনের প্রশিক্ষণ তাদের জীবনের পাথেয় হয়ে থাকবে।
Leave a Reply