দুর্গাপুর (নেত্রকােনা) প্রতিনিধি : নেত্রকােনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সুচনা করা হয়।
পরে সর্বস্তরের উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহনে এক আনন্দ র্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার নেতাকর্মীদের অংশগ্রহনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝতে পারেন যে ভবিষ্যতের বিএনপি নেতাদের জন্য একটি শক্তিশালী ছাত্র সংগঠনের প্রয়োজন, এরই প্রেক্ষিতে তিনি ১ জানুয়ারি ১৯৭৯ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করা হয়।
ছাত্রদল ১৯৯০ সালের গণতান্ত্রিক গণঅভ্যুত্থানে সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে অগ্রণী সংগঠন ছিল। সংগঠনের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করে বক্তারা আরো বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখবে।
এধারা অব্যাহত রাখতে, দুর্গাপুর-কলমাকান্দার উপজেলার তারুন্যের আইডল, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায়, উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।
Leave a Reply