রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে অবৈধভাবে বালু মজুদে ভ্রাম্যমান আদালত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ রাখার দায়ে আল আমিন (২৬), বাবুল মিয়া (৩৫), আরাফাত (৩০) নামে তিন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দেড় লক্ষ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ জানুয়ারী) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ রেজওয়ানুল কবীর।

ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর জানান, লক্ষিপুর এলাকায় চোরাই বালু মজুদ করা হচ্ছে এমন গোপন তথ্য পেয়ে সেখানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সত্যতা পাওয়ায় তিন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা করে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আত্রাখালী ও তেরীবাজার বালুঘাট এলাকা থেকে ১৫টি বালুভর্তি অটোরিক্সা আটক করা হয়।

উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com