দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জন দুর্ভোগ লাঘবে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের সোমেশ্বরী নদীর ওপর নিজ অর্থায়নে প্রায় ৭শত গজ লম্বা কাঠের সেতু তৈরী করে দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার দুপুরে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ সেতুর উদ্বোধন করা হয়।
দীর্ঘ দিন যাবৎ একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারে খুবই নাজুক অবস্থা বিরাজ করছিলো। এলাকর সার্বিক দিক বিবেচনায় সর্বস্তরের মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী করে প্রায় পনের লক্ষ টাকা ব্যয়ে বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন বিএনপি‘র কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল।
উদ্বোধনে পবিত্র কোরআন তেলোয়াত শেষে মোনাজাত পরিচালনা করেন, তেরী বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় অন্যদের মাঝে, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ: সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ, সিনিয়র সহ:সভাপতি শহিদুল্লাহ খান, উপজেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক মাজহারুল হক রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব স¤্রাট গণি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : এই সেতু দিয়ে যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায়ের টাকা, অত্র অঞ্চলের মসজিদ ও মাদরাসার উন্নয়ন কাজে ব্যবহার করা হবে। সাধারণ মানুষের পারাপারের লক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্দ্যগে সোমেশ্বরী নদীর ওপর আরো ২টি কাঠের সেতু নির্মান করা হয়েছে।
Leave a Reply