কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: সংস্কার হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। আজকের সমাজ ও রাষ্ট্রের সংস্কার হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। অতএব সমস্ত কিছু সংস্কার করে নির্বাচন দিতে হবে। আমরা সেটাতে বিশ্বাসী না।যৌক্তিক সময় পর্যন্ত সময় আছে। সেই সময়ের মধ্যেই নির্বাচন করবেন। নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশের আগামী বাংলাদেশ কেমন হবে তাই সিদ্ধান্ত নিবেন। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এসব কথা বলেন।
নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
বেলা ১১ টার দিকে ময়মনসিংহের ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় দুই হাজার পাঁচশ রোগী রেজিস্ট্রেশন করেন।
এসময় রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা সেবা প্রদান করেন।
তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ সরবরাহ করা হয়। এমন আয়োজনে খুশি সাধারণ মানুষ।
এসময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রোগীদের চিকিৎসা সেবায় ৮ জন চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসক দল সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ দেওয়া হয়েছে। ছানিপড়া রোগীদের সনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply