কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশে নতুন করে চাঁদাবাজি জন্ম নিবে না, যে বাংলাদেশে নতুন করে কৃষকের ধান কৃষকের পানি দেওয়ার জন্য টাকা দিবেনা, যে বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম কায়েম হবে না, যে বাংলাদেশে আমিত্ব কায়েম হবে না, গণতান্ত্রিক বাংলাদেশ, সুজল সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলের সহযোগিতায় সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। কৃষকদের সাথে মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই ইউনিয়নের সকল কৃষকেরা তাদের কৃষি জমিতে এ বছর থেকে কোন হিস্যা দিয়ে নয়, সমবন্টনে বিনা হিস্যায় গণেশ্বরী নদীর পানি ব্যবহার করবেন। আজ থেকে আপনাদের জন্য উন্মুক্ত এই নদীর পানি। কৃষি মৌসুমে পানি রক্ষায় প্রয়োজনীয় বাঁধ নির্মাণ করা হবে। কৃষক আমার দেশ বাঁচবে, কৃষকদের নিয়ে নতুন আবিস্কৃত ধানের জাত বিষয়ে গবেষনা করে ফসল আবাদে নতুনত্ব আনতে সকলকে এগিয়ে আসার আহবান জানান ব্যারিষ্টার কায়সার কামাল।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের গণেশ্বরী নদীর রাবার ড্রাম পানি নিয়ে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply