দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় দুর্গাপুর চৌকি আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর আইনজীবী সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্য দিবালোকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। দেশ ও জাতি এই হত্যাকান্ড দেখতে চায়না। শুধু সাইফুল ইসলাম নয় আমরা দেখেছি তারা সংখ্যালঘু বলে বলে কিছুদিন আগে সেনাবাহিনীর ওপরও হামলা চালিয়েছে। এ দেশের সার্বভৌমত্বের ক্ষতি করতে চাইলে আমরা মেনে নিব না। এ পায়তারা নস্যাৎ করতে সম্মিলিতভাবে প্রতিহত করবো।
এই হত্যাকান্ডের সাথে জড়িত ওই সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা সহ সারাদেশের আদালতের নিরাপত্তা জোরদার করার দাবীও জানানো হয়।
মানববন্ধনে অন্যদের মাঝে এডভোকেট আবু সিদ্দিক আনোয়ারী, সিনিয়র এডভোকেট মানেশ চন্দ্র সাহা, শাহনেওয়াজ আকুঞ্জি, আব্দুল ওয়াহাব, জাকারিয়া সরকার বক্তব্য রাখেন। এছাড়া অন্যদের মাঝে, এডভোকেট মোশারফ হোসেন মীরধা, শহিদুল ইসলাম রেনু, জয়নাল আবেদীন, হোসনে আরা শিউলি, আব্দুল মতিন, সাইফুল ইসলাম সেকুল উপস্থিত ছিলেন।
Leave a Reply