রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

কিশোরগঞ্জে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪৩ পঠিত

দিগন্ত ডেক্স : কিশোরগঞ্জের ভৈরবের রানীর বাজারে একটি বাসা থেকে দুই সন্তান ও বাবা-মাসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন-নরসিংদীর রায়পুরা উপজেলার আনোয়ারাবাদ এলাকার মৃত গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩০), তার স্ত্রী নিপা রানী বিশ্বাস (২৬), এবং তাদের দুই সন্তান কথা বিশ্বাস (৪) ও দ্রুব বিশ্বাস (৮)। নিহত নিপা রানী বিশ্বাস সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশ জানায়, স্ত্রী সন্তানদের মেরে স্বামী নিজে হাতের রগ কেটে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে যায়। সেখানে দরজা ভেঙে জনি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পাশেই তার স্ত্রীর মরদেহ পাওয়া যায়, যার গলা কাটা ছিল। এছাড়া বিছানায় শায়িত অবস্থায় দুই সন্তানের নিথর দেহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আল আমিন হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা। রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সুত্র: কালের কন্ঠ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com