ভ্রাম্যমান প্রতিনিধি : নেত্রকোনা পূর্বধলায় জারিয়া বাজারের ওজন স্কেল টোলপ্লাজায় দুর্নীতি করার সময় ৩জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২০ নভেম্বর) রাত ১১ ঘটিকায় ক্যাপ্টেন সাজিদ বিন রওশন এর নেতৃত্বে টহল চলাকালীন সময় টোল প্লাজায় দুর্নীতি করার সময় তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় জারিয়া বাজারের ওজন স্কেল টোল প্লাজা থেকে ভয়ভীতি দেখিয়ে, প্রভাবশালীদের ক্ষমতা ব্যবহার ও ভয়ভীতি দেখিয়ে ড্রাইভারদের কাছ থেকে টাকা আত্মসাৎ করতো। প্রতি ট্রাকের ওজন এবং বালুর গাড়ি থেকে ১,৬০০ টাকা করে চাঁদা উঠাতো। এসময় ওজন স্কেল এর অফিস তল্লাশি করে ৬১,০৬৫ টাকা, গাজা, ল্যাপটপ, মোবাইল, গাড়ি জব্দ করা সহ ০৩ জনকে আটক করে পূর্বধলা থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মো: আলমগীর কবির, পিতা: আব্দুর রশিদ বেপারী, খিলগাঁও ১৬, রোড ৯ এর ক, ঢাকা, মো: তানভীর হোসেন, পিতা নুর মোহাম্মদ, রামপুরা, বনশ্রী, ব্লক-ডি, রোড ৪, ঢাকা, মোঃ আনোয়ার হোসেন, পিতা: নূর মোহাম্মদ, বউ বাজার ৪ নাম্বার রোড, ঢাকা। আসামীদের কাছে থেকে ০৬টি মোবাইল ফোন,
১টি ল্যাপটপ, ৬১,০৬৫ নগদ টাকা, গাজা ০৪ গ্রাম, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ ২১-৭৩৯৯) আটক করে মালামাল সহ তিনজনকে পুর্বধলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ নিয়ে ক্যাপ্টেন সাজিদ বিন রওশন বলেন, সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে ৩ জন দুষ্কৃতকারীকে জারিয়া এলাকা থেকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে পূর্বধলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিত্তে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, চাঁদবাজির অভিযোগে সাধারণ জনতার সহায়তায় সেনাবাহিনী তিনজনকে আটক করা হয়। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply