দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণা‘র দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘‘সমবায়ে গড়বো দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে শনিবার (২ নভেম্বর) সকাল থেকে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও মো. নাভিদ রেজওয়ান কবীর। অন্যদের মধ্যে আলোচনা করেন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক মো. জালাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, সমবায়ী উদ্দ্যেক্তা মো. আলাউদিন, মিন্টু কুমার সাহা, সুজিত দ্রং সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ।
প্রধান অতিথি বলেন, একটি দেশের অর্থনীতিকে গতিশীল করতে সমবায়ের প্রসার ঘটাতে হবে। আর্থসামাজিক মানোন্নয়নের জন্য সমবায় সমিতির সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একমাত্র সমবায়ই অর্থনৈতিক কর্মকান্ডে সমৃদ্ধি আনতে সহায়তা করে, সকলকে একতা শেখায়। সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করতে সকল সমবায়ীদের এক হয়ে কাজ করা আহবান জানান। আলোচনা শেষে, উপজেলা বিভিন্ন সমবায় সমিতি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply