মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় যাত্রীবাহী বাসে ভারতীয় চিনি পাঁচার : আটক এক

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৬০ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় যাত্রীবাহী  বাসে অবৈধ পথে আনা  ভারতীয় চিনি ১৮ বস্তা পাঁচারকালে ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ সময় ওই বাস চালক মো. নিজাম উদ্দিনকে  আটকসহ বাসটি জব্দ করা হয় । এ ঘটনায়  NK Paribahan যাত্রীবাহী গাড়ী যাহার রেজিঃ ঢাকা মেট্রো-ব ১১৬৫৯৫ এর চালক মো. নিজাম উদ্দিন (২৭)   ও কালিহালার বাস কাউন্টারের পরিচালক  আঃ রব (৩০) কে আসামি  করে একটি মামলা দায়ের করেছে থানা পুলিশ । 

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন। 

এর আগে গত বুধবার  কলমাকান্দা উপজেলার সদর   ইউনিয়নের রাজাপুর সেতু নামক এলাকায় বাসটিতে তল্লাশি চালিয়ে ভারতীয় চিনিসহ গাড়ী জব্দ  ও চালককে আটক করা হয় । 

আটক চালক মো. নিজাম উদ্দিনের  বাড়ি  হল নেত্রকোনার  সদর উপজেলার কালিয়াপাড়া গ্রামে। ওই গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে , সীমান্ত এলাকা থেকে NK Paribahan এর যাত্রীবাহী গাড়ীযোগে ভারতীয় চিনি নিয়ে কলমাকান্দা বাজারের দিকে আসতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর সেতু নামক এলাকায়  বাসটিতে তল্লাশি চালিয়ে ১৮ বস্তা (৭২০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়।  যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। এসময়    গাড়ী জব্দসহ ওই গাড়ির চালককে আটক করা হয় । 

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি  মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন,  মাদক ও  চোরাচালান জিরো টলারেন্স। 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com