দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এই পুজা উপলক্ষে দুর্গাপুর-কলমাকান্দা সহ দেশের সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
দেশের সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা যেনো মনে রাখি সবাই এদেশের নাগরিক। প্রত্যেক নাগরিকের আইনগত ও সাংবিধানিক অধিকার রয়েছে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের। সংখ্যালঘু বা সংখ্যা গুরু এ ধারণা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।
ফ্যাসিষ্ট সরকারের গুপ্তচরেরা সম্প্রীতির বন্ধন নষ্ট করতে চারপাশে ঘুরঘুর করছে, এমন কিছু ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না। সকলের বাসযোগ্য দেশ গড়াই বিএনপির মুল লক্ষ্য ও উদ্দেশ্য। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রতিটি মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকবে বিএনপির ১০-১২ জন নেতাকর্মী। কোথাও কোনো অপৃতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে সজাক দৃষ্টি রাখার আহবান জানিয়ে সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
Leave a Reply