কলমাকান্দা ( নেত্রকোনা ) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।
আগামীকাল বুধবার ৯ অক্টোবর বুধবার থেকে উপজেলা সদরসহ ৮টি ইউনিয়নে ৪৯টি পূজামণ্ডপে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। তারমধ্যে কলমাকান্দা সদরে ১৯ টি, নাজিরপুরে ০২টি, বড়খাপনে ০৮ টি, পোগলায় ০৩টি, রংছাতিতে ০২ টি, খারনৈ ০৬টি, কৈলাটি ০৬ টি, লেংগুরায় ০৩টি পূজা মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। এরইমধ্যে উপজেলার সর্বত্র সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক সুজন সাহা বলেন, কয়েকটি পূজা মন্ডপের সামনে পাহাড়ি ঢলের পানি থাকায় পূজারিদের আনন্দ কিছুটা ম্লান হবে।এ ছাড়া পূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন এবার পূজার নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপে ছয়জন আনসার একজন পুলিশ কনস্টেবল সার্বক্ষনিক দায়িত্বে থাকবে। এবং ক্লাস্টার ভিত্তিক সাব ইন্সপেক্টরা দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) মো: শহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরের মতো প্রতিটি পূজামন্ডপে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। পাশাপাশি পূজামন্ডপ কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে । তিনি আরো বলেন উপজেলার সর্বত্র সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে পালন করতে পারবেন ।
কলমাকান্দা উপজেলার কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এঁর নির্দেশে উপজেলা বিএনপির পক্ষ থেকে ছয় শতাধিক নেতাকর্মীর নাম সংবলিত একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের। প্রতিটি মন্ডপে ১২ জন নেতাকর্মী সরকারি নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা সহায়তায় থাকবেন।
ব্যারিস্টার কায়সার কামাল হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শারদীয় দূর্গাউৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা যেনো মনে রাখি সবাই আমরা এদেশের নাগরিক। প্রত্যেকের আইনগত ও সাংবিধানিক অধিকার রয়েছে নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের। সংখ্যালঘু বা সংখ্যা গুরু এ ধারণা থেকে সবাইকে বের হয়ে সকলের বাসযোগ্য দেশ গড়াই বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য।
Leave a Reply