দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক সরকারের বিরুদ্ধে ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের অন্যান্য ইউপি সদস্যগণ। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করছেন ইউপি সদস্যগণ।
অভিযোগ সুত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে জনগনের কাছ থেকে উত্তোলন করা ট্যাক্স ও ইউপি সদস্যদের সম্মানি ভাতার ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক সরকার। এছাড়া চৌকিদার ও এনজিও কর্মীর মাধ্যমে জনগণের কাছ থেকে ট্যাক্সের টাকা উত্তোলন করেন ইউপি চেয়ারম্যান। উত্তোলনকৃত টাকা দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ এবং সদস্যদের সম্মানিভাতা প্রদান করবেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান। প্রতিটি লোকের কাছ থেকে দুইশত থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত ট্যাক্স উত্তোলন করা হয়েছে। কিন্তু ওই টাকা দিয়ে সদস্যদের সম্মানিভাতা বা এলাকার উন্নয়নমূলক কাজ না করে ইউপি চেয়ারম্যান সমস্ত টাকাই আত্মসাৎ করেছেন বলে জানান ইউপি সদস্যগণ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন। আমাকে চেয়ারম্যান পদ ছেড়ে দিতে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু আমি ছাড়েনি বলে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে।
এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্তকমিটি গঠন করা হয়েছে রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply