দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিক সহকারী শিক্ষক পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় সহকারি শিক্ষক অরুন পাল এর সঞ্চালনায় শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোশতাক আহমেদ, এমদাদ হোসেন চৌধুরী, সহকারি শিক্ষক তৌহিদা আক্তার, রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, মজিবুর রহমান লিটন, জহিরুল ইসলাম, এস এম সাইফুল্লাহ, মিন্টু সরকার, আফজাল হোসেন, উম্মে কুলসুম আকঞ্জি, মো: ওবায়দুল্লাহ, পীযুষ কান্তি সরকার প্রমুখ।
বক্তারা বলেন, আমরা ৩.৫ লক্ষ সহকারি শিক্ষক প্রতিটি সরকারের আমলেই বৈষম্যের স্বীকার হচ্ছি। আমরা এ বৈষম্য কিছুতেই মানবো না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক ও সমমানের। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টরগণ বেতন পাচ্ছেন দশম গ্রেডে। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োপ্রাপ্ত নার্স ও কৃষি ডিপ্লোমায় নিয়োপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে। অথচ সমযোগ্যতা থাকা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য নিরসন করে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। নয়তো পরবর্তিতে সারাদেশে কঠোর কর্মসুচী দেয়া হবে।
দেশে এখন নির্দলীয় সরকার রয়েছে, শিক্ষকদের প্রানের দাবী গুলো বিবেচনা করে দ্রুত দশম গ্রেডে পদায়ন করার জন্য আহবান জানানো হয়। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এক স্বারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply