দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর এলাকায় পাহাড়ি ছড়ার উপর নির্মিত কাঠের ব্রিজটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন যাবতওই এলাকার মানুষ চলাচল সহ নানা অসুবিধার সম্মুখীন হচ্ছিল। এ অবস্থায় আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এলাকাবাসী, বিজিবি ও স্থানীয় গন্যমান্যব্যক্তিদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করা হয় ব্রিজটি।
তবে সরকারের কাছে এলাকাবাসীর দাবী, দাছান ছড়ার উপর একটি স্থায়ী ব্রিজ নির্মানের। এছাড়াও ভবানীপুর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৩ কি.মি কাঁচা রাস্তার বেশির ভাগ অংশ ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেঙ্গে যায়। এতে করে ওই এলাকার একমাত্র খেলার মাঠ রয়েছে ভাঙ্গন ঝুঁকিতে। এলাকার কৃষিজাত পন্য যাতায়াত, এলাকাবাসীর চলাচল, ছেলে-মেয়েরা স্কুলে যাওয়ার অসুবিধা সহ নানা সমস্যা হচ্ছে। সীমান্ত এলাকা হওয়ায় ওই এলাকায় রয়েছে একটি বিজিবি ক্যাম্প। রাস্তা ভাঙ্গন ও স্থায়ী ব্রিজ না থাকায় বিজিবির সদস্যরা তাদের নানারকম কাজ পরিচালনা করতে অসুবিধা পোহাচ্ছে প্রতিনিয়ত।
এনিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, দাছান ছড়ার উপর নির্মিত কাঠের ব্রিজ ভেঙে যাওয়ায় বাঁশ-কাঠ, গাছ সহ নানা সরঞ্জাম দিয়ে মেরামত করছেন এলাকাবাসী, বিজিবি সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিরা। এছাড়াও বস্তাতে মাটি ভরে ভেঙ্গে যাওয়া রাস্তায় দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করছে তারা। তবে স্থায়ীভাবে রাস্তা মেরামতের জোর দাবি জানান এলাকাবাসী। কাঠের ব্রিজ ও রাস্তা মেরামত কাজে সার্বিক সহযোগিতা করছেন, ভবানীপুর ক্যম্পেট নায়েব সুবেদার মো. হযরত, মঞ্জুরুল হক মঞ্জু, রতন মড়ল, মাসুদ মিয়া, জাহাঙ্গীর মিয়া, ওয়াদুদ মিয়া, সেলিম তুষার, মারকোষ কালাম, জালাল মিয়া, নবী হোসেন, সুমন, বেলবন, শান্তুিস, সুদেব হাজং, সুকুল প্রমুখ।
Leave a Reply