নেত্রকোনা প্রতিনিধি : বেসরকারী গবেষণা বারসিকের সহযোগিতায় ‘বিশ্বনাথাপুর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র ’আয়োজিত, “কৃষি প্রতিবেশবিদ্যা ও খাদ্যসার্বভৌমত্ব” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের কৃষানি শারমিন আক্তারের বাড়িতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সম্পদব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ.কাদির, তাঁকে সহায়তা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান। কর্মশালায় পারিবারিক কৃষি প্রান্তিক কৃষকদের অধিকার সুরক্ষা, কৃষকের স্থানীয় বীজসম্পদ সংরক্ষণ, কৃষি প্রতিবেশবিদ্যা চর্চা, জৈবকৃষি চর্চা, ভূ-গর্ভের পানির ব্যবহার কমিয়ে আনা, ফসলবৈচিত্র্য বৃদ্ধি করা, জৈবকৃষি চর্চাকে সম্প্রসারণ, রাসায়নিক কৃষিকে না বলা, বৈচিত্র্য ও আন্তনির্ভরশীলতা, বৃষ্টির পানি সংরক্ষণ, কৃষকের মাঝে সচেতনতা তৈরী, জলাধার গুলোকে খনন ও সুরক্ষা নিয়ে জনআন্দোলন শুরু করা, মাটিকে ভালো রাখা, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার বিষয় গুলোকে সামনে রেখে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশ্বনাথপুর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের ব্যবস্থাপক শারমিন আক্তার।
আলোচনায়‘ কৃষককৃষাণীরা কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু পরিবর্তনজনিত কারণে নেত্রকোনা অঞ্চলে দুর্যোগ, কৃষিফসলের ক্ষেত্রে সংকট, বৈচিত্র্যতা কমে যাওয়াসহ প্রকৃতিগত সামগ্রিক বিষয়গুলো উঠে আসে।
আলোচনায় শারমিন আকতার বলেন,“ আমরা নিজের জ্ঞানে অনেক কাজ করে থাকি, আমাদের পরিবারে যে কৃষি কাজ করি এগুলো নিরাপদ, তবে আমরা ফসলের সঠিক মূল্য পাইনা, বেচতে গেলে দাম কম, কিনতে গেলে দাম বেশী। এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
কৃষক মোবারক হোসেন বলেন, “বাসায়নিক সার ব্যবহার কমাইয়া দিছি। আমি যে কম্পোস্ট সার উৎপাদন করি নিজে ব্যবহার করি এবং অন্যান্য কৃষকদের কাছে বিক্রিও করি।”
কৃষক শাহজাহান মিয়া বলেন, “আমাদের হাতে কৃষি নেই, কৃষি নিয়ন্ত্রণ করে কোম্পানি। আমাদের পারিবারিক কৃষিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। নিজ নিজ এলাকায় রাসায়নিক সার কম ব্যবহার করতে হবে। আমাদের পছন্দের খাবার আমরাই উৎপাদন করতে চাই। বাজারের উপর নির্ভরতা কমাতে চাই।”
কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা মাটিকে ভালো রাখে, মাটিতে বিদ্যমান বিভিন্ন অনুজীবকে বাঁচিয়ে রাখে, পরিবেশকে সুরক্ষা রেখে বাস্তুতন্ত্রকে পূনরুদ্ধার করে। ‘শতবাড়ি ও কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রকে আরো সমৃদ্ধ করণ ও উপযোগি করার বিষয়ে আলোচনা করেন আইপিএম ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আবু হানিফ।
কর্মশালায় বিশ্বনাথপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের পরিচালনা কমিটির শাবানা আক্তার, পারভিন আক্তার, শারমিন, রোহানা, আইনউদ্দিন, ইমদাদুলহক, আ.কাদির, বখতিয়ার, হায়দার, শাহজাহান, মামুন, নুরুল ইসলাম, আবু হায়াত, মোবারক হোসেন, আব্দুল মোমেন, খায়রুল, মজিবুর, মর্জিনা সহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। প্রত্যেকেই নিজ নিজ কৃষিকাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বারসিক কে ধন্যবাদ দেন এ ধরনের কর্মশালা আয়োজন করার জন্য।
Leave a Reply