রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

দুর্গাপুরে বিএনপি‘র সাবেক নেতাকে আটকের আহবান

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি‘র অঙ্গ সংগঠন শ্রমিকদল দুর্গাপুর শাখার সাবেক সভাপতি আজিজুর রহমান (বাবুল মড়ল) বিএনপি‘র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য সৃষ্টি করার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাকে আটকের আহবান জানিয়েছে। বুধবার পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অবগত করেছেন।

বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায়, উপজেলা বিএনপি‘র নাম ভাঙ্গিয়ে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। এ বিষয়টি দলীয় নেতাকর্মীদের নজরে আসামাত্রই আজিজুর রহমান (বাবুল মড়ল) কে আইনশৃঙ্গলা বাহিনী কর্তৃক আটকের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানানো হয়। উক্ত বিজ্ঞপ্তিটি ব্যপক প্রচারের লক্ষে, পৌরবিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি সাংবাদিকদের হাতে তুলে দেন।

পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি সাংবাদিকদের বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাদাবাজি ও সন্ত্রাসী করবে এমন কাউকেই ছাড় দেয়া হবে না। যারা এমন কর্মকান্ডে জড়িত, তারা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সদস্য হতে পারে না। আমরা ওইসব লোকদের আটক করতে আইনশৃঙ্কলা বাহিনীকে অনুরোধ জানাই। আজিজুর রহমান (বাবুল মড়ল) বিএনপি‘র কোন সদস্য না, তারসাথে দলীয় কোন সম্পর্ক নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com