সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

দুর্গাপুর সীমান্তে বিজিবি ও ছাত্র সমাজের উদ্যোগে রাস্তা সংস্কার

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৬৩ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দূর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামে চলাচলের প্রায় ০২ কিলোমিটার কাঁচা রাস্তা বিজিবি, ছাত্র সমাজ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে সংস্কার করা হয়।

সম্প্রতি ভারী  বৃষ্টি বর্ষণে রাস্তার অনেক জায়গায় ভেঙ্গে গেছে।এ কারণে  এলাকাবাসীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এবং যানবাহন চলাচলেও অনেক ঝুঁকির সম্মুখিন হতে হয় ।

আজ  সোমবার দিনব্যাপি নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ভরতপুর বিওপি’র বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্র-সমাজের সহযোগিতায় এলাকাবাসীর যৌথ উদ্যোগে কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামের রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ জহিরুল হক বলেন,  সীমান্তে চোরাচালান ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ভরতপুর বিওপির বিজিবি সদস্যরা জনগণের পাশে থেকে নিয়মিতভাবে নিরাপত্তামুলক কাজ করে যাচ্ছে । সম্প্রতি ভারী বৃষ্টি বর্ষণের ফলে ভরতপুর গ্রাম হতে কালিকাপুর বাজারসহ দূর্গাপুর উপজেলায় চলাচল করতে স্থানীয় জনসাধারণের দূর্ভোগের স্বীকার হতে হয়। বর্ণিত রাস্তা মেরামতের কারণে বর্তমানে ভরতপুর গ্রামের জনসাধারণের মাঝে স্বস্তিসহ জরুরী প্রয়োজনীয় সেবায় নির্বিঘ্নে যানবাহন চলাচলে এলাকাবাসী খুশি হয়েছে।

স্থানীয় ছাত্র সমাজের পক্ষে  মোঃ মাহবুব আলম বলেন, দেশ ও মানব কল্যাণে সীমান্ত রক্ষার পশাপাশি সড়ক মেরামত কাজে বিজিবি সহযোগিতা করায় সর্ব মহলে ভরতপুর বিওপির বিজিবি সদস্যরা সত্যিই প্রশংসিত। এছাড়াও বিজিবি কর্তৃক রাস্তা মেরামত কাজে সহযোগিতা করায় স্থানীয় জনসাধারণ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com