দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য’’ এই প্রতিপাদ্যে বন্যাকবলিত জেলার মানুষরে জন্য তহবিল ও গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়র ও ইসলামী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থীরা। শনিবার দিনব্যপি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ তহবিল সংগ্রহ করা হয়।
দুইদিনব্যপি দুর্গাপুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার্তদের সহায়তার জন্য ফান্ড সংগ্রহ করে শিক্ষার্থীরা। এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক টাকার উপরে ফান্ড সংগ্রহ করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, মো. রিয়াদ হাসান, জহিরুল ইসলাম, রেদোয়ান, পুন্য, প্রাঙ্গন, রকিব, হীরা, আতিক, শাওন, হাসান, রাসেল আহমেদ। ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন এর শিক্ষার্থীদের মধ্যে মো. নজরুল ইসলাম, আল আমিন খান, নুরে আলম খান, কবিরুল ইসলাম, জহির রায়হান, ফরহাদ, জুয়েল মিয়া। ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষে মাও: রফিকুল ইসলাম ও আলী উসমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, আমাদের লক্ষ্য বন্যাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুর্ভোগ লাঘব করার জন্য কাজ করা। দুর্গাপুর উপজেলা ও পৌরশহরের আশেপাশের মহল্লা থেকে আমরা তহবিল সংগ্রহ করেছি, যেন এই বিপর্যয়ের সময় অসহায় মানুষদের সহায়তা করতে পারি। এটি আমাদের জন্য নাগরিক দায়িত্ব। আপনারা যার যার জায়গা থেকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন।
Leave a Reply