দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ^রী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান শেষে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সোমেশ^রী নদী থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করে উপজেলার বিভিন্ন এলাকায় স্তুপ করে রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বালু জব্দ করে দুর্গাপুর সেনাক্যাম্পের সদস্যরা। পরবর্তিতে সেনাদলনেতা সার্জেন্ট দেবাশীষ এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের সহায়তায় উন্মুক্ত নিলামের মাধ্যমে ওই বালু বিক্রি করা হয়। নিলামে অংশগ্রহনকারী দের মধ্যে মো. শাজাহান মিয়া সর্বোচ্চ মুল্য ৫ লাখ ২৫ হাজার টাকা দিয়ে কিনে নেন। এসময় সেনাসদস্যগন, স্থানীয় ইউপি সদস্য, ঝাঞ্জাইল বাজার কমিটির সদস্যগন, ইউনিয়ন ভুমি কর্মকর্তা, সার্ভেয়ার ইসমাইল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, জব্দকৃত বালু উপস্থিত বাজার কমিটির লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতার মাধ্যমে বিক্রি করা হয়েছে। অবৈধবালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply