দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রাণ হারানো সকল শহীদদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে শহিদ মিনারে মোমবাতি জ্বালিয়ে স্মরণ ও হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) রাতে দুর্গাপুর পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি করেন।
এর আগে সকালে শহিদ মিনার পরিষ্কার, স্কুল তদারকি, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলো সরেজমিনে গিয়ে তদারকি করেন তাঁরা। সারাদিন এসব কার্যক্রম শেষে শিক্ষার্থীরা একত্রিত হয়ে শহিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র বলেন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে আমার বন্ধু উমর ফারুক শহিদ হয়েছে। এছাড়াও সারাদেশে আমাদের অনেক ভাই শহিদ হয়েছেন। তাদের সকলের স্মরণে আজকের এই মোমবাতি প্রজ্জ্বলন। তাদের জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজনও করবো এবং আমাদের ভাইদের হত্যার সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
শিক্ষার্থী মো. আলিফ বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। শহীদ ভাইদের জন্যই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি আমরা। আমরা শহীদ ভাইদের সারা জীবন মনে রাখব। এ সময় মোঃ রিয়াদ হাসান, আব্দুল মোমেন, ফারদু জাহান দিশারী, সাব্বির আহমেদ, জহিরুল ইসলাম, শেখ সাব্বির, তাজনিন জাহান পুন্য, দিনাত জাহান সেতু, খালিদ মাসুদ, আসিফ ইকবাল সামি, বাইজিদ হাসান ঝলক, মিজান তালুকদার, মইনুল ইসলাম শাওন, আরিয়ান রাসেল সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply