কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে ২২ মাস বয়সী হুমাইরা নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।
আজ শনিবার দুপুরের দিকে উপজেলার লেংগুরা ইউনিয়নের রাজনগর গ্রামে বাড়ীর সামনে পুকুরের পানিতে ডুবে এ ঘটনা ঘটে। শিশু হুমাইরা ওই গ্রামের আ: রহমান রুবেল ও আকলিমা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।
জানা গেছে , শনিবার দুপুরের দিকে বাড়ীর অন্য শিশুদের খেলা করছিল হুমাইরা। কিছুক্ষণ পর বাড়ীর উঠানে শিশু হুমাইরা দেখতে না পেয়ে ডাকতে থাকেন মা। মায়ের ডাক চিৎকারের বাড়ীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন ওই বাড়ীর লোকজন । বসতবাড়ির সামনে পুকুরের পানিতে ভাসছিল শিশুর হুমাইরা নিথর দেহ দেখতে পান স্থানীয় ধানের বেপারি জুয়েল । পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট নিয়ে যান।
স্থানীয় স্থানীয় পল্লী চিকিৎসক দীন ইসলাম বলেন, আনার আগেই শিশু হুমাইরা মারা গেছে।
Leave a Reply