বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৭২ পঠিত

দিগন্ত ডেক্স : সারা দেশে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। আর ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত থাকবে। আজ বৃহস্পতিবার আন্তঃ শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণবশতঃ আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। 

এর আগে, কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর একসঙ্গে ২১,২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। 

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই সারা দেশের স্কুল-কলেজ-মাদ্রাসা-পলিটেকনিক ইনস্টিটিউট, পাবলিক ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আর গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১২ সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা এলাকা ছাড়া সারা দেশের সরকারি সব প্রাথমিক বিদ্যালয় আগামী রোববার থেকে খুলে দেওয়ার ঘোষণা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com