দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মৎসচাষী ও কৃষকদের অংশগ্রহনে নানা কর্মসুচীর মাধ্যমে এ মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বুধবার সকালে পুকুরে মাছের পোনা অবমুক্ত করনের মাধ্যমে মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়। পরবর্তিতে উপজেলা পরিষদ মিলনায়তন সোমেশ্বরীতে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা মৎস্য অফিসার শিরীন আক্তার বেগম, কৃষি অফিসার নীপা বিশ্বাস, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, সমবায় অফিসার বিজন কান্তি ধর, ইউপি চেয়ারম্যান এমদাদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চাকা ঘোড়াতে এবং দেশকে এগিয়ে নিয়ে হলে মৎস চাষের কোন বিকল্প নাই। সারাদেশে মৎস চাষে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে, বিলুপ্ত প্রজাতির মাছের চাষ বাড়াতে হবে। উপস্থিত সকলকে মৎস্য চাষে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply