কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় শর্টসার্কিটের আগুনে চারটি দোকান পুড়ে গেছে। বুধবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারে এ অগ্নিকাগ্নের ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে গেছেন, জামাল উদ্দিন, শুনীল চন্দ্র দে, নূর মোহাম্মদ ও মো. মহসিন খান নামের চার ব্যবসায়ী।
জানা গেছে, ডাইয়ারকান্দা বাজারে শর্টসার্কিট থেকে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চার দোকানে। পরে এক ঘণ্টা অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর প্রত্যেককে নগদ ৭ হাজার টাকা ও খাবারসামগ্রী প্রদান করেন।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Leave a Reply